বাংলাদেশ থেকে কাতার যাওয়ার জন্য যদি ভিসার জন্য আবেদন করে থাকেন বা অলরেডি ভিসা হাতে পেয়ে থাকেন তাহলে ভিসার বৈধতা যাচাই করতে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করে নিবেন।
বর্তমানে কিছু দালাল চক্র কাতার ভিসা নিয়ে সাধারণ মানুষের সাথে জালিয়াতি করছে। তাই আপনার ভিসা বৈধ না অবৈধ অথবা ভিসার সর্বশেষ অবস্থা জানতে কাতার ভিসা চেক অনলাইন করুন আজকের পোস্ট থেকে।
কাতার ভিসা চেক করতে কি কি লাগবে?
কাতার ভিসা চেক করতে পাসপোর্ট নাম্বার অথবা ভিসার নাম্বার এবং আবেদনকারীর জাতীয়তা লাগবে। এছাড়া একটি স্মার্ট ফোন এবং ইন্টারনেট কানেকশন প্রয়োজন।
কাতার ভিসা চেক অনলাইন ২০২৪
- কাতার ভিসা চেক অনলাইন করতে প্রথমে portal.moi.gov.qa ওয়েবসাইটে ভিজিট করে English অপশনে ক্লিক করবেন।
- তারপরে মেন্যু অপশন হতে Inquiries অপশনে যাবেন।
- এখন এই পর্যায়ে দ্বিতীয় অপশন Visa Service বাটনে ক্লিক করবেন।
- এরপরে Visa Inquiry and Printing অপশনে ক্লিক করে দিবেন।
- Visa Number এর ঘরে আপনার ভিসা নাম্বার অথবা Passport Number এর ঘরে পাসপোর্ট নাম্বার টাইপ করবেন।
- Nationality এর ঘরে Bangladesh সিলেক্ট করে নিচের ক্যাপচা পূরণ করুন।
- অতঃপর Submit বাটনে ক্লিক করে দিবেন।
আপনার প্রদত্ত তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে কাতার ভিসা সংক্রান্ত সকল তথ্য আপনার সামনে চলে আসবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক
ধাপ ১ঃ পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে portal.moi.gov.qa ওয়েবসাইটে প্রবেশ করে English অপশনে ক্লিক করুন।
ধাপ ২ঃ এখন মেন্যু অপশন থেকে Inquiries অপশনে ক্লিক করে দিবেন।
ধাপ ৩ঃ তারপরে নতুন ওয়েব পেজ থেকে সরাসরি Visa Services বাটনে ক্লিক করুন।
ধাপ ৪ঃ এরপরে Visa Inquiry and Printing বাটনে ক্লিক করে দিন।
ধাপ ৫ঃ এবার Passport Number অপশন সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার টাইপ করুন। তারপরে Bangladesh সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন।আপনার কাতার ভিসা কি অবস্থায় রয়েছে তা নিশ্চয় দেখতে পাচ্ছেন। আর যদি কোন তথ্য না আসে তাহলে পুনরায় সঠিক ইনফরমেশন দিয়ে আবারো চেষ্টা করুন।
কিভাবে কাতারের ভিসা চেক করা যায়?
কাতারের ভিসা চেক করার জন্য https://portal.moi.gov.qa/ ওয়েবসাইটে ভিজিট করুন।
তারপর পাসপোর্ট নাম্বার বা ভিসা নাম্বার দিয়ে Bangladesh সিলেক্ট করুন। তারপর ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করলে কাতারের ভিসা সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
শেষকথা
বর্তমান বাংলাদেশে কিছু দালাল এজেন্সি সাধারণ মানুষকে ভুয়া বা নকল কাতারের ভিসা ধরিয়ে দিচ্ছে। এজন্য কাতারের ভিসা হাতে পর সাথে সাথে অনলাইনে ভিসা যাচাই করে নেবেন।
তাহলে কাতারের ভিসা আসল না নকল আপনি তা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকের পোস্ট কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই ওয়েবসাইটে বাংলা ভাষায় বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করা হয়। বর্তমানে প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। যার কারণে সকলকেই অবশ্যই প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখা জরুরী। এ কারণেই আমি বাংলা ভাষায় এই ওয়েবসাইট তৈরি করেছি। আশা করি এই ওয়েবসাইটের লেখাগুলো আপনাদের উপকারে আসবে।