চার্জার ফ্যান এর দাম ২০২৪

গত বছরের তুলনায় এ বছরে গরম যেমন বেশি ঠিক তেমনি ভাবে লোডশেডিং এর সমস্যা তো আছেই। বর্তমানে গরমের জ্বালায় অতিষ্ঠ যেন মানব জীবন। 

কিন্তু প্রযুক্তি বিপ্লবের এই যুগে, প্রচন্ড গরম থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে চার্জার ফ্যান। কারণ চার্জার ফ্যান বিদ্যুৎ না থাকলেও চলবে। 

তাই চলুন চার্জার ফ্যান এর দাম ২০২৪ ও ভিশন চার্জার ফ্যান দাম ২০২৪ সম্পর্কে সর্বশেষ আপডেট জেনে নেই। 

চার্জার ফ্যান এর দাম ২০২৪

বর্তমানে চার্জার ফ্যান এর দাম ফ্যানের ব্রান্ড ও মডেলের উপর ভিত্তি করে কম-বেশি হয়। এছাড়া যে ফ্যান যত বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে তার দাম তত বেশি। 

আজকে চার্জার ফ্যান এর দাম ২,০০০ টাকা থেকে ১০,০০০ হাজার টাকা। বর্তমানে ২-১০ হাজার টাকার মধ্যে চার্জার ফ্যান কিনতে পারবেন। 

সাধারণত ছোট আকারের চার্জার ফ্যানের দাম একটু কম আর বড় চার্জার ফ্যানের দাম বেশি। 

ছোট বা মিনি চার্জার ফ্যান দিয়ে শুধু একজন বাতাস খেতে পারবে সে কারণে এর দাম একটু কম। 

আর বড় চার্জার ফ্যানের বাতাস বেশ কয়েকজন উপভোগ করতে পারবে যা কারণে বড় ফ্যানের দাম বেশি। 

সুপার স্টার চার্জার ফ্যান এর দাম ২০২৪

সুপার স্টার চার্জার ফ্যান এর দাম ৫০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত। সুপার স্টার চার্জার ফ্যান কিনতে ৫০০-৮,০০০ টাকা লাগবে। 

আপনি যদি মিনি সুপার স্টার চার্জার ফ্যান কিনেন তাহলে ৫০০-৭০০ টাকার মধ্যেই কিনতে পারবেন। 

আর যদি বড় সুপার স্টার চার্জার ফ্যান কিনতে চান তাহলে ৫,০০০ থেকে ৮,০০০ টাকা খরচ পড়বে। 

ডিফেন্ডার চার্জার ফ্যান দাম ২০২৪

ডিফেন্ডার চার্জার ফ্যান ৫০০ থেকে শুরু হয়ে ৬,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ডিফেন্ডার ভালো মানের চার্জার ফ্যানের বাজারদর ২,০০০-৬,০০০ টাকা। 

ডিফেন্ডার মিনি চার্জার ফ্যানের দাম ৫০০ টাকা থেকে ৬০০ টাকা। আবার মাঝারি ও বড় সাইজের ডিফেন্ডার চার্জার ফ্যানের মূল্য ২ হাজার থেকে ৬ হাজার টাকা। 

ওয়ালটন চার্জার ফ্যানের দাম কত ২০২৪

ওয়ালটন কোম্পানির একটি চার্জার ফ্যানের দাম ২ হাজার টাকা থেকে ৮ হাজার টাকা। ওয়ালটন ভলো মানের চার্জার ফ্যানের দাম ২,০০০ থেকে ৮,০০০ টাকায় বিক্রি হচ্ছে। 

চার্জার ফ্যানের বেশিরভাগ অংশ ওয়ালটন কোম্পানির দখলে রয়েছে। তাই নিশ্চিতভাবে ওয়ালটন চার্জার ফ্যান ব্যবহার করতে পারবেন। 

এছাড়া ওয়ালটন কোম্পানির বিভিন্ন উৎসবে চার্জার ফ্যানের উপর বিভিন্ন ডিসকাউন্ট অফার দেয়। তখন সেই অফার গুলো আপনি লুফে নিতে পারেন। 

সিঙ্গার চার্জার ফ্যানের দাম ২০২৪

সিঙ্গার কোম্পানির চার্জার ফ্যানের দাম ২ হাজার থেকে ৭ হাজার টাকা। ভালো কোয়ালিটির সিঙ্গার চার্জার ফ্যান ২-৭ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 

সিঙ্গার কোম্পানির যেসব চার্জার ফ্যান গুলোর ব্যাটারি ব্যাকআপ বেশি সেগুলোর দামও বেশি। আর সিঙ্গার কোম্পানির যে ফ্যানগুলোর ব্যাটারি ব্যাকআপ কম সেগুলোর দামও তুলনামূলকভাবে কম। 

তবে সিঙ্গার কোম্পানির চার্জার ফ্যান গুলোর উপর বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট অফার দেয়া হয়। ডিসকাউন্ট অফারে যদি সিঙ্গার চার্জার ফ্যান কিনতে পারেন তাহলে প্রাইজ অনেক কম পড়বে। 

ভিশন চার্জার ফ্যান দাম ২০২৪ 

আজকের বাজার দর অনুযায়ী ভিশন চার্জার ফ্যান দাম ৩ হাজার থেকে ৮ হাজার টাকা। আবার অনেক শোরুমে ভিশন চার্জার ফ্যান ৩-৮ হাজার টাকাও কেনাবেচা হচ্ছে। 

দেশের অন্যান্য চার্জার ফ্যানের তুলনায় ভিশন চার্জার ফ্যানের কোয়ালিটি ও ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। এজন্য ভালো সার্ভিস পেতে ভিশন চার্জার ফ্যান কিনতে পারেন। 

মিনি চার্জার ফ্যান দাম ২০২৪

মিনি চার্জার ফ্যান দাম ২০০ টাকা থেকে ৮০০ টাকা। একটি ছোট আকারের মিনি চার্জার ফ্যান ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 

মিনি চার্জার ফ্যান মূলত বাচ্চাদের ব্যবহারের জন্য খুবই উপযোগী। বিশেষ করে, স্কুলের বাচ্চারা বর্তমানে এই মিনি ফ্যানগুলো খুবই ব্যবহার করছে। 

মিনি চার্জার ফ্যানগুলো আকারে ছোট হবার কারণে ব্যাগে বা পকেটে স্বাচ্ছন্দে বহন করা যায়। 

এ চার্জার ফ্যানগুলোর ব্যাটারি ব্যাকআপ অনেক কম। সাধারণত মিনি চার্জার ফ্যানগুলো ২-৪ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ নিয়ে থাকে। 

সারকথা 

সম্মানিত পাঠক আশা করি, আজকের পোস্টে চার্জার ফ্যান এর দাম ২০২৪ সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে পেরেছেন। এই পোস্ট মনোযোগ সহকারে পড়লে বর্তমানে চার্জার ফ্যানের মূল্য কত তা জানতে পারবেন। 

তবে বাংলাদেশে চার্জার ফ্যানের দাম কখনোই স্থির থাকে না। দেখা যায়, প্রতিনিয়ত এই চার্জার ফ্যানগুলোর দাম ওঠানামা করে। এজন্য সর্বশেষ বাজার যাচাই করে চার্জার ফ্যান ক্রয় করবেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top