জন্ম নিবন্ধন ইংরেজি আছে কিনা যাচাই অনলাইনে

বিগত ২০০৫ সালের পূর্বের সকল জন্ম নিবন্ধন গুলো অফলাইন কপি ছিলো। বর্তমানে যেকোনো কাজের জন্য অনলাইন জন্ম নিবন্ধন লাগে। বেশির ভাগ মানুষের হাতে লেখা জন্ম নিবন্ধ টি বাংলায় অনলাইনে পাওয়া গেলেও, ইংরেজি ভার্সন টি পাওয়া যাচ্ছে না। এর প্রধান কারণ অতীতে এই সংস্থাটি শুধুমাত্র বাংলা জন্ম সনদকে প্রাধান্য দিতো।

তাই তখন শুধু বাংলা ভাষার জন্ম নিবন্ধ তৈরি করা হতো।  তবে এখন জন্ম নিবন্ধন জনিত সকল কাজের জন্য ইংরেজি ও অনলাইন কপি টি লাগে। আপনার জন্ম নিবন্ধন ইংরেজি আছে কিনা যাচাই করার নিয়ম জেনেনিন আজকের এই পোস্ট থেকে। 

জন্ম নিবন্ধন ইংরেজি আছে কিনা যাচাই

বাংলাদেশি নাগরিকের প্রধান সনদ হচ্ছে জাতীয় পরিচয় পত্র। তবে নিদিষ্ট বয়স না হলে শিক্ষার্থীরা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারে না। তাই তাদের সকল কাজ গুলো জন্ম সনদের মাধ্যমে করতে হচ্ছে। এজন্য বাংলাদেশ সরকারি পূর্বের তৈরি জন্ম নিবন্ধন গুলো অনলাইন করার নির্দেশ দিয়েছে। আর এখন কোনো ব্যাক্তি জন্ম নিবন্ধনের আবেদন করলে অনলাইন কপি দেওয়া হবে। 

২০০৫-০৬ সালের দিকে অনলাইন জন্ম নিবন্ধ সিস্টেম চালু না থাকায় অনেকের এটি অনলাইনে নেই। আবার বাংলা ভার্সন থাকলেও ইংরেজি ভাস্ররসন পাওয়া যায় না। এজন্য জন্ম নিবন্ধন ইংরেজি আছে কিনা যাচাই করতে হবে। https://bdris.gov.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে জন্ম সনদ ইংরেজি আছে কি না? তা চেক করতে হবে।

  • গুগল থেকে https://bdris.gov.bd/ লিখে সার্চ করলে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে।
  • ওয়েবসাইটের জন্ম নিবন্ধন অপশন থেকে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এই অপশনে ক্লিক করবেন,
  • এখন নতুন একটি পেজ ওপেন হবে। 
  • প্রথম খালি ঘরে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার টি লিখুন।
  • এরপর বছর/মাস/ দিন অনুযায়ী জন্ম তারিখ লিখুন।
  • এখন একটি ক্যাপচা দেওয়া থাকবে এটি সঠিক ভাবে নিচের ঘরে লিখবেন।
  • সার্চ বাটনে ক্লিক করুন। 

জন্ম সনদ নাম্বার ও জন্ম সাল টি সঠিক ভাবে লিখলে জন্ম সনদ টি তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। আর যদি এটি অনলাইনে না থাকে তাহলে সার্ভারে পাওয়া যাবে। এই সকল তথ্য পূরণ করে সার্চ করলে ইংরেজি জন্ম নিবন্ধন অনলাইনে থাকলে এখানেই দেখানো হবে। এই নিয়ম গুলো অনুসরণ করে ইংরেজি জন্ম সনদ টি অনলাইনে আছে কি না তা চেক করতে পারবেন।  

ইংরেজি জন্ম নিবন্ধন যাচাই করতে কি কি লাগবে? 

ডিজিটাল যুগে সকল কাজ অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে। অতীতে হাতে লেখা এবং শুধুমাত্র বাংলা জন্ম নিবন্ধন বানালেই হত। বর্তমানে এই জন্ম নিবন্ধ টি বাংলা ও ইংরেজি দুই ভাষায় বানাতে হবে। আর পূর্বে জন্ম সনদ অনলাইনে না থাকলে নতুন করে আবেদন করতে হবে। এখনো অনেকের বাংলা জন্ম সনদ অনলাইনে পাওয়া গেলেও ইংরেজি ভার্সন পাওয়া যাচ্ছে না। এর মূল কারণ ঐ সময়ে ঐ ব্যাক্তির নামে ইংরেজিতে জন্ম নিবন্ধন আবেদন করেছিলো না। তাই ইংরেজি জন্ম নিবন্ধন যাচাই দেখতে হবে। এটি অনলাইনে না থাকলে নতুন করে আবেদন করা লাগবে। ইংরেজি জন্ম নিবন্ধন যাচাই করতে কি কি লাগবে? জেনে নেওয়া যাক।

  • পূর্বের অনলাইন বা অফলাইন জন্মসনদ।
  • জন্মস নদের ১৭ ডিজিটের নাম্বার।
  • জন্ম সনদের জন্ম তারিখ বা সাল। 
  • অফিসিয়াল ওয়েবসাইট।

এগুলো ব্যাতিত আর কোনো কিছুই লাগবে না। শুধুমাত্র আপনার একটি জন্ম নিবন্ধন থাকতে হবে। এছাড়া আর কোনো ভাবেই জন্ম নিবন্ধন ইংরেজি আছে কিনা যাচাই করতে পারবেন না। জন্ম সনদ চেক করার পূর্বে উক্ত ডকুমেন্ট গুলো সংগ্রহ করে নিবেন।

জন্ম নিবন্ধন কিভাবে যাচাই করবেন? 

নিজের কাছে স্মার্ট ফোন থাকলে https://everify.bdris.gov.bd/ ওয়েব সাইিাট ভিজিট করেই যাচাই করা যাবে। এছাড়া কম্পিউটার দোকান থেকেই জন্ম নিবন্ধ চেক করতে পারবেন। তবে আপনাদের কাছে স্মার্ট ফোন না থাকলে সরাসরি ইউনিয়ন পরিষদে যাবেন। সেখান থাকা কম্পিউটার অপারেটরের কাছে পুরাতন জন্ম সনদ নিয়ে জমা দিবেন। তাদের কে বললেই আপনার জন্ম সনদ টি চেক করে দিবে। এজন্য কোনো ফি দেওয়া লাগবে না। 

জন্ম নিবন্ধন খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তাই এটি অনলাইন করা না থাকলে খুব দ্রুত অনলাইন করার জন্য আবেদন করতে হবে। বাংলা জন্ম সনদ দিয়েই কাজ করা যায়। তবে কিছু ক্ষেত্রে ইংরেজি জন্ম নিবন্ধকে প্রাধান্য দিয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই ইংরেজি জন্ম সনদ জমা দেওয়া লাগবে। তাই জন্ম নিবন্ধন ইংরেজি আছে কিনা যাচাই করে নিবেন এবনহ অনলাইনে না পাওয়া গেলে অনলাইনে আবেদন করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top