অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করুন 

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছেন বা জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করেছেন তাহলে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করে জন্ম নিবন্ধন সনদের সর্বশেষ অবস্থা চেক করুন। 

এছাড়া জন্ম নিবন্ধন সনদের সত্যতা নিশ্চিত করে জন্ম নিবন্ধন যাচাই করা প্রয়োজন। এখন নিজের মোবাইলে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন। 

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে যা যা লাগবে- 

  • জন্ম নিবন্ধনের ১৭  ডিজিটের নাম্বার 
  • জন্ম তারিখ, মাস ও সাল 
  • একটি স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করুন 

ধাপ ১ঃ অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে everify.bdris.gov.bd এই সাইটে ভিজিট করবেন। 

ধাপ ২ঃ তারপরে Birth Registration Number এর ঘরে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধনের নাম্বার টাইপ করুন। 

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই

ধাপ ৩ঃ এবার Date of Birth (YYYY-MM-dd) এর ঘরে আপনার জন্ম সাল, মাস ও তারিখ টাইপ করবেন। 

ধাপ ৪ঃ এরপরে The answer is এর ঘরে উপরের সংখ্যা দুটির যোগফল নির্ণয় করবেন। যখন যেন সঠিক হয় এ বিষয়ে নিশ্চিত থাকবেন। 

ধাপ ৫ঃ সর্বশেষ উপরোক্ত তথ্যগুলো ভালোভাবে যাচাই করে Search বাটনে ক্লিক করে দিবেন। 

আপনার প্রদত্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে জন্ম নিবন্ধন সনদের সকল তথ্য দেখতে পারবেন। এছাড়া আপনার জন্ম নিবন্ধন হয়েছে কিনা সেটাও দেখা যাবে। 

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করতে প্রথমে everify.bdris.gov.bd সাইটে প্রবেশ করুন। 

তারপরে ১ম ঘরে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধনের নাম্বার লিখবেন। এরপরে ২য় ঘরে YYYY-MM-DD এই ফরমেটে জন্ম তারিখ লিখুন। উদাহরণস্বরূপঃ 2000-06-23 । 

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই

এবার নিচের ঘরে ক্যাপচা পূরণ করতে হবে। অর্থাৎ, যে দুটি সংখ্যা থাকবে তার যোগফল নিচের ঘরে লিখবেন। 

অতঃপর Search বাটনে ক্লিক করুন। এখন আপনার প্রদত্ত তথ্য যদি ঠিক থাকে তাহলে জন্ম নিবন্ধন আবেদন কি অবস্থায় আছে তা দেখা যাবে। 

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps

অনলাইনে জন্ম নিবন্ধন চেক করার আরেকটি পদ্ধতি হল অ্যাপস। এখন apps দিয়েও জন্ম নিবন্ধন সনদে তথ্য যাচাই করতে পারবেন। 

এজন্য গুগল প্লে-স্টোর থেকে Jonmo Nibondhon Check Online অ্যাপস ইনস্টল করবেন। 

তারপরে অ্যাপ ওপেন করে জন্ম নিবন্ধনের নাম্বার ও জন্ম তারিখ লিখবেন। এবার Search বাটনে ক্লিক করলে জন্ম নিবন্ধনের তথ্য চলে আসবে। 

FAQ’s 

জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট কোনটি?

জন্ম নিবন্ধন যাচাই সহ জন্ম নিবন্ধন আবেদন, সংশোধন ও এ সংক্রান্ত যাবতীয় কাজ করতে everify.bdris.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। 

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যাবে?

শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদের তথ্য যাচাই করা যাবে না। জন্ম সনদ যাচাই করতে জন্ম তারিখের পাশাপাশি জন্ম নিবন্ধনের নাম্বার দরকার হয়। 

নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায়?

নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায় না। জন্ম নিবন্ধন যাচাই করতে জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের নাম্বার এবং জন্ম তারিখ লাগে। 

জন্ম নিবন্ধন সনদ যাচাই করার ফি কত?

অনলাইনে জন্ম নিবন্ধন চেক করতে কোন ফি লাগে না । সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে জন্ম নিবন্ধন সনদের তথ্য যাচাই করতে পারবেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top