পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে

আপনার পুরাতন আইডি কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে অথবা অনলাইনে পুরাতন আইডি কার্ড চেক করতে চান তাহলে আজকের পোস্ট শেষ অব্দি পড়ুন। 

বর্তমান সময়ে পুরাতন আইডি কার্ড চেক করতে আর নির্বাচন কমিশন অফিসে যেতে হবে না। এখন ঘরে বসেই পুরাতন/নতুন ভোটার আইডি কার্ড যাচাই করতে পারবেন। 

পুরাতন আইডি কার্ড চেক করতে কি কি লাগে? 

  • ভোটার আইডি কার্ডের নাম্বার
  • জন্ম তারিখ, মাস এবং সাল
  • সচল মোবাইল নাম্বার 

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে

ধাপ ১ঃ অনলাইনে পুরাতন আইডি কার্ড বের করতে  https://land.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপরে ভূমি উন্নয়ন কর অপশনে ক্লিক করে পুনরায় আবারো অনলাইন ভূমি উন্নয়ন কর অপশনে ক্লিক করবেন। 

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে

ধাপ ২ঃ এবার নাগরিক নিবন্ধন অপশনে ক্লিক করে মোবাইল নাম্বার এর ঘরে আপনার মোবাইল নাম্বার এবং যোগ করুন এর ঘরে যোগফল নির্ণয় করবেন। অতঃপর পরবর্তী পদক্ষেপ অপশনে ক্লিক করুন। 

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে

ধাপ ৩ঃ এ পর্যায়ে আপনার মোবাইল নাম্বারে একটি OTP কোড যাবে। OTP কোড লিখুন এর ঘরে কোডটি টাইপ করে যাচাই করুন বাটনে ক্লিক করে দিন। 

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে

ধাপ ৪ঃ এই ধাপে পাসওয়ার্ড সেট করতে হবে। নতুন পাসওয়ার্ডপাসওয়ার্ড নিশ্চিত করুন এই দুই ঘরে একই পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড শক্তিশালী দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যোগ করুন এর ঘরে যোগফল নির্ণয় করে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করবেন। 

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে

ধাপ ৫ঃ এবার নাগরিক লগইন অপশনে ক্লিক করে মোবাইল নাম্বার, পাসপোর্ট ও ক্যাপচা পূরণ করে লগইন করুন অপশনে ক্লিক করবেন। 

ধাপ ৬ঃ লগইন করার পর ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটের ড্যাশবোর্ড চলে আসবে। এখন এনআইডি ভেরিফাই করুন বাটনে ক্লিক করুন। এবার সঠিক ভোটার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিবেন। অতঃপর যাচাই ও হালনাগাদ করুন অপশনে ক্লিক করবেন। 

এবার প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ডের সকল তথ্য দেখতে পারবেন। 

এভাবে মাত্র কয়েক মিনিটে মোবাইলে পুরাতন ভোটার আইডি কার্ড/নতুন ভোটার আইডি কার্ড/স্মার্ট কার্ড যাচাই করতে পারবেন। 

মোবাইল দিয়ে পুরাতন ভোটার আইডি কার্ড চেক করুন

মোবাইল দিয়ে পুরাতন ভোটার আইডি কার্ড যাচাই করতে গুগল প্লে-স্টোর থেকে Online GD অ্যাপ ইনস্টল করুন। ইনস্টল করা শেষ হলে Open বাটনে ক্লিক করবেন। তারপরে নিবন্ধন বাটনে ক্লিক করলে নতুন আরেকটি অ্যাপ ইনস্টল করতে বলবে। সেটা ইনস্টল করুন। 

এবার নতুন ইনস্টল করা অ্যাপে প্রবেশ করে পুনরায় নিবন্ধন অপশনে ক্লিক করুন। এখন দুটি ফাঁকা ঘর দেখতে পারবেন। 

প্রথম ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বার টাইপ করুন এবং পরের ঘরে জন্ম তারিখ লিখুন। অতঃপর পরিচয় যাচাই বাটনে ক্লিক করুন। 

সবশেষে ভোটার আইডি কার্ডের সকল তথ্য যেমন নাম, পিতা-মাতার নাম, ঠিকানা সহ অন্যান্য তথ্য দেখতে পারবেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top