ইতালি এরকম মহাদেশের অন্যতম প্রধান দেশ। ইতালি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভূক্ত একটি দেশ। বাংলাদেশের বেশিরভাগ মানুষের স্বপ্ন ইতালি গিয়ে পাড়ি জমানো। কারণ অন্যান্য দেশের তুলনায় ইতালিতে ইনকাম এবং সুযোগ-সুবিধা দুটোই বেশি।
তবে আপনি ইচ্ছা করলেই ইতালিতে যেতে পারবেন না। এজন্য আপনাকে ইতালি ভিসার প্রসেসিং সম্পর্কে জানতে হবে। তাই আজকের পোস্টে বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।
বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায়
বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ইতালি ভিসা পাওয়া অনেক কঠিন। তবে কঠিন হলেও অনেক মানুষ বাংলাদেশ থেকে ইতালি যাচ্ছে প্রতিনিয়ত।
ইতালিতে স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসা সহজে পাওয়া যায়। কিন্তু ঝামেলা হয় কাজের ভিসার ক্ষেত্রে। কারণ ইতালিতে কাজের ভিসার সার্কুলার একটু কম হয় এবং কাজের ভিসা যোগ্যতাও লাগে বেশী।
বাংলাদেশ বোয়েসেল কোম্পানির মাধ্যমে কাজের ভিসায় ইতালি যেতে পারবেন। এজন্য কাজের ভিসার জন্য বোয়েসেল কোম্পানির সাথে যোগাযোগ করবেন।
বর্তমানে কিছু দালাল এজেন্সি ইতালি নিয়ে যাওয়ার কথা বলে সাধারণ মানুষের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। তাই এরকম কোন দালাল এজেন্সির সাথে কন্টাক্ট করবেন না। সর্বদা সরকারিভাবে ইতালি যাওয়ার চেষ্টা করবেন।
ইতালি যেতে কত টাকা লাগে ২০২৪
বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ইতালি যাওয়ার খরচ অনেকটা বেশি। বাংলাদেশ থেকে স্টুডেন্ট, টুরিস্ট, মেডিকেল ও কাজের ভিসা নিয়ে ইতালি যেতে পারবেন।
ইতালিতে পড়াশোনা করার জন্য যেতে ন্যূনতম ৩-৫ লক্ষ টাকা লাগবে। তবে স্কলারশিপ পেলে ১-২ লাখের মধ্যেই যেতে পারবেন।
ইতালি টুরিস্ট ভিসার খরচ আনুমানিক ২ থেকে ৩ লক্ষ টাকা। আবার কারো কারো ৪-৫ লক্ষ টাকাও লাগে।
মধ্যপ্রাচ্যের দেশের চেয়ে ইতালি যাওয়ার খরচ অনেক বেশি। ইতালিতে কাজের ভিসার খরচ ৬ থেকে ১০ লক্ষ টাকা। আবার অনেকের ১২ লক্ষ টাকা পর্যন্ত লেগে যায়।
আপনি যে ভিসা নিয়েই ইতালি যান না কেন, অবশ্যই সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন। কারণ সরকারিভাবে ইতালি যাওয়ার খরচ অনেকটা কম। এছাড়া সরকারিভাবে ইতালি গেলে আপনি নিরাপদে থাকতে পারবেন।
ইতালি ভিসা করতে কি কি লাগে ২০২৪
- ৬ মাস মেয়াদি বৈধ পাসপোর্ট
- জাতীয় পরিচয় পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য ব্যাংক স্টেটমেন্ট
- শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ
- মেডিকেল সার্টিফিকেট
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- IELTS স্কোর ও সার্টিফিকেট
পরিশেষে
বর্তমানে বাংলাদেশীদের জন্য ইতালি কাজের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে। তবে স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসায় সহজেই ইতালি যাওয়া যাচ্ছে। যেহেতু বৈধভাবে ইতালি কাজের ভিসা যাওয়া কঠিন এ কারণে আমরা সবাই অবৈধভাবে ইতালি যাওয়ার চিন্তাভাবনা করি।
কিন্তু সত্যিকারার্থে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ইতালি যাওয়া অনেক কঠিন। অনেক সময় অবৈধ পথে ইতালি যাওয়ার সময় অনেকেই কারাবন্দি হন আবার কেউ কেউ মৃত্যুবরণ করেন।
তাই আমরা কখনোই অবৈধ উপায়ে ইতালি যাওয়ার চেষ্টাও করবো না। কাজের ভিসায় যদি ইতালি যেতে না পারেন তাহলে মধ্যপ্রাচ্যের যেকোন একটি দেশে পাড়ি জমান।
এই ওয়েবসাইটে বাংলা ভাষায় বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করা হয়। বর্তমানে প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। যার কারণে সকলকেই অবশ্যই প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখা জরুরী। এ কারণেই আমি বাংলা ভাষায় এই ওয়েবসাইট তৈরি করেছি। আশা করি এই ওয়েবসাইটের লেখাগুলো আপনাদের উপকারে আসবে।