রাজধানী ঢাকা শহরের শাহবাগ এর পাশে এলিফ্যান্ট রোড মার্কেট অবস্থিত। এই মার্কেটে পাইকারি ও খুচরা মূল্য সকল ধরনের পণ্য পাওয়া যায়। বাংলাদেশের রাজধানী ঢাকাতে বেশ কয়েকটি মার্কেট আছে। এর মধ্যে এলিফ্যান্ট রোড মার্কেট অন্যতম। ঢাকা শহরের বিভিন্ন মার্কেট গুলো প্রতি সপ্তাহে এক দিন করে বন্ধ রাখে। সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে এই মার্কেটও বন্ধ রাখা হয়। এখানে আসার পূর্বে এলিফ্যান্ট রোড মার্কেট বন্ধ কবে জেনে নিবেন।
এলিফ্যান্ট রোড মার্কেট বন্ধ কবে
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করার জন্য ঢাকা শহরে শত শত মার্কেট আছে। ঢাকা অঞ্চলের প্রতি এলাকাই বর্তমানে বানিজ্যক এলাকায় পরিণত হয়েছে। ঢাকায় জন সংখ্যা বেশি হওয়ায় বেড়েছে অনেক চাহিদা। যার কারণে প্রতি অঞ্চলে ঘরে উঠেছে শত শত মার্কেট। যে সকল মানুষ শাহবাগে বাস করে তারা বেশির ভাগ এলিফ্যান্ট রোড মার্কেট থেকেই শপিং করে। এছাড়া ঢাকার বাইরে থেকে আসা ভ্রমণকারীরাও এখানে বেড়াতে আসে।
বর্তমানে এলিফ্যান্ট রোড মার্কেট মঙ্গলবার বন্ধ থাকে। সপ্তাহের ৬ দিনই এই মার্কেট খোলা পাওয়া যাবে। বিভিন্ন সরকারি ছুটির দিনেও মার্কেট খোলা রাখা হয়। এছাড়া এই মার্কেট টি প্রতি বুধবার অর্ধ দিবসের বন্ধ থাকে। বুধবারে অর্ধেক বেলা মার্কেট খোলা পাওয়া গেলেও, মঙ্গলবারে সম্পূর্ণ দিনই মার্কেট বন্ধ পাবেন। এজন্য মঙ্গলবার ব্যাতিত বাকি ৬ দিন সকাল ৮.৩০ মিনিট থেকে রাত ৯ টার মধ্যে যেকোনো সময় এই মার্কেটে আসতে পারেন।
এলিফ্যান্ট রোড মার্কেট সাপ্তাহিক বন্ধ কবে
বাণিজ্যিক এলাকা গুলোতে রয়েছে হাজার পণ্যর দোকান। দোকানপাট নিয়ন্ত্রণ করতে তাদের নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে একদিন এলিফ্যান্ট রোড মার্কেট বন্ধ রাখে। বন্ধের দিনে বেশির ভাগ দোকান খোলা পাওয়া যায় না। এলিফ্যান্ট রোড মার্কেট সাপ্তাহিক বন্ধ প্রতি মঙ্গলবার। বুধবার থেকে রবিবার এই মার্কেট টি খোলা থাকে। মাসে মোট ৪ দিন এলিফ্যান্ট মার্কেট বন্ধ থাকে। বিভিন্ন ধর্মীয় বা সামাজিক উৎসবের সময় প্রয়োজনে মঙ্গলবারেও মার্কেট খোলা রাখা হয়।
এলিফ্যান্ট রোড মার্কেট কখন খোলা থাকে?
এই মার্কেট তাদের নিজস্ব নিয়ম নীতি মেনে পরিচালনা করে। তাই এখানে যে সকল দোকানপাট আছে সেগুলো একই টাইমে খোলা এবং বন্ধ করা হয়। সপ্তাহে ৬ দিন এই মার্কেট খোলা থাকে। মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ ও বুধবার অর্ধ দিবসের বন্ধ ব্যাতিত প্রতি দিন সকাল ৮ টা ৩০ মিনিট হতে রাত ৯ টা পর্যন্ত এলিফ্যান্ট রোড মার্কেট খোলা থাকে। এখানে আসতে হলে এই সময়ের মধ্যেই আসবেন। রাত ৯ টা বাজার পড়েই সকল দোকান বন্ধ করা হবে।
এলিফ্যান্ট রোড মার্কেট বন্ধের দিন
সাপ্তাহিক বন্ধ ব্যাতিত এই মার্কেটের আর কোনো বন্ধ নেই। ঈদ ও বিভিন্ন উৎসবের সময়ও মার্কেট খোলা থাকে। মঙ্গলবার যদি সরকারি ছুটি থাকে, সেদিনও মার্কেট খোলা হবে। তবে অন্য যেকোনো দিনে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকবে।
- পূর্ণ দিবসের বন্ধঃ প্রতি মঙ্গলবার
- অর্ধ দিবসের বন্ধঃ প্রতি বুধবার
- সাপ্তাহিক বন্ধঃ মঙ্গলবার
- মাসিক বন্ধঃ নেই
- সরকারি বন্ধঃ নেই
সপ্তাহের বেশিরভাগ দিনই মার্কেট খোলা পাওয়া যাচ্ছে। যার কারণে মার্কেটে কোনো ভীড় হওয়ার সম্ভাবনা নেই। প্রতি শুক্রবারেও মার্কেট খোলা রাখা হয়। এই দিনে দুপুর টাইমে অনেক দোকানপাট বন্ধ থাকে। তাই সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া যেকোনো সময় এখানে আসতে পারেন।
এই ওয়েবসাইটে বাংলা ভাষায় বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করা হয়। বর্তমানে প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। যার কারণে সকলকেই অবশ্যই প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখা জরুরী। এ কারণেই আমি বাংলা ভাষায় এই ওয়েবসাইট তৈরি করেছি। আশা করি এই ওয়েবসাইটের লেখাগুলো আপনাদের উপকারে আসবে।