মালয়েশিয়ার কলিং ভিসা চেক ২০২৪

আপনি যদি মালয়েশিয়া কলিং ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে ভিসা হয়েছে কিনা তা চেক করা খুবই জরুরী। কারণ বর্তমানে মালয়েশিয়া ভিসা নিয়ে অনেক বাঙালি প্রতারিত হচ্ছে। 

তাই আপনার যদি মালয়েশিয়ার কলিং ভিসা চেক করার নিয়ম জানা থাকে তাহলে আপনার ভিসা আসল না নকল তা জানতে পারবেন। 

এজন্য আজকের পোস্টে মালয়েশিয়ার কলিং ভিসা চেক করার সহজ নিয়ম তুলে ধরার চেষ্টা করব। 

মালয়েশিয়ার কলিং ভিসা চেক করতে যা যা লাগবে- 

  • Employer Identification Card No.
  • Company Registration No.
  • Application Number

মালয়েশিয়ার কলিং ভিসা চেক ২০২৪

ধাপ ১ঃ মালয়েশিয়ার কলিং ভিসা চেক করতে https://eservices.imi.gov.my/myimms/ লিংকে ক্লিক করবেন। 

মালয়েশিয়ার কলিং ভিসা চেক ২০২৪

ধাপ ২ঃ তারপরে Employer Identification Card No এর ঘরে আপনার আইডি কার্ড নাম্বার দিবেন। 

ধাপ ৩ঃ এবার আপনার Application Number ঘরে অ্যাপ্লিকেশন নাম্বার টাইপ করুন। 

ধাপ ৪ঃ অতঃপর Search অপশনে ক্লিক করলে আপনার ভিসার সর্বশেষ অবস্থা দেখতে পারবেন। 

মালয়েশিয়া ওয়ার্কার ভিসা চেক করুন 

  • প্রথমে ভিজিট করবেন https://eservices.imi.gov.my/myimms/PRAStatus?type=36&lang=en&module=pra এই ওয়েবসাইটে।
  • এরপরে Employer Identification Card No এর ঘরে আপনার আইডি নাম্বার অথবা Company Registration No এর ঘরে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার লিখুন। 
  • এবার ভিসার Application Number টাইপ করুন।
  • অতঃপর Search বাটনে ক্লিক করলে মালয়েশিয়া ওয়ার্কার ভিসার তথ্য জানা যাবে। 

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করুন 

  • পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা যাচাই করতে https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus লিংকে ক্লিক করবেন। 
  • তারপরে No Passport এর ঘরে পাসপোর্ট নাম্বার টাইপ করুন।
  • এবার Warganegara অপশন থেকে Bangladeshi সিলেক্ট করবেন। 
  • সবশেষে Carian বাটনে ক্লিক করলে মালয়েশিয়া ভিসার তথ্য দেখতে পারবেন। 

মালয়েশিয়া ভিসা কেন চেক করব?

বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে অনেক দালাল এজেন্সি সাধারণ মানুষকে নকল ভিসা ধরিয়ে দিচ্ছে। এ কারণে ভিসা আবেদন করার পর বা হাতে পেলে অনলাইনে ভিসা চেক করার মাধ্যমে জানা যাবে এটা আসল না নকল। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top