পুরাতন বা হাতে রাখা জন্ম নিবন্ধন এখন কোন কাজেই জমা দিতে পারবেন না। বর্তমানে সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রত্যেকের জন্ম নিবন্ধন অনলাইন করা বাধ্যতামূলক। তাই চলুন, জন্ম সনদ ডিজিটাল করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
জন্ম নিবন্ধন ডিজিটাল করতে কি কি লাগে?
- পুরাতন জন্ম নিবন্ধনের কপি
- পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধনের কপি
- পিতা-মাতার ভোটার আইডি কার্ডের কপি (যদি থাকে)
- হাল সনের কর পরিশোধের রশিদ
- নিবন্ধনকারীর JSC/SSC/HSC পরিক্ষার সনদের কপি (যদি থাকে)
জন্ম সনদ ডিজিটাল করার নিয়ম ২০২৪
ধাপ ১ঃ জন্ম সনদ ডিজিটাল করতে https://bdris.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করবেন।
ধাপ ২ঃ তারপরে মেন্যু অপশন থেকে নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন অপশনে ক্লিক করবেন।
ধাপ ৩ঃ এবার জন্ম নিবন্ধন নম্বর এর ঘরে পুরাতন জন্ম নিবন্ধন নাম্বার লিখবেন। তারপরে জন্ম তারিখ এর ঘরে জন্ম তারিখ, মাস ও সাল লিখুন। অতঃপর ক্যাপচা পূরণ করে অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
ধাপ ৪ঃ এরপরের ধাপে নিবন্ধনকারীর নাম, জন্ম তারিখ, পিতা-মাতার নাম ও অন্যান্য তথ্য দেখাবে। এখান থেকে নির্বাচন করুন অপশনে ক্লিক করে কনফার্ম করবেন।
ধাপ ৫ঃ এখন নিবন্ধক কার্যালয়ের নাম ও আবেদনকারী বা অভিভাবকের সচল ফোন নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিন।
ধাপ ৬ঃ এবার আবেদন পত্রের নাম্বার দেখতে পারেন সেটা সংরক্ষণ করুন ও আবেদনপত্র প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিবেন।
অতঃপর এই আবেদন পত্র স্বাক্ষর করে আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় জমা দিবেন। এর সাথে আবেদন ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করবেন। এরপরে ৩ দিন থেকে ১৫ দিনের মধ্যেই পুরাতন জন্ম সনদ ডিজিটাল হয়ে যাবে।
পুরাতন জন্ম নিবন্ধন ডিজিটাল করার নিয়ম
পুরাতন জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য প্রথমে https://bdris.gov.bd/br/reprint/add ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপরে পুরাতন জন্ম নিবন্ধনের নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ করে অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
এবার নিবন্ধনকারীর নাম, জন্ম তারিখ, পিতা-মাতার নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপরে অভিভাবকের সচল মোবাইল নাম্বার দিবেন। তারপরে আবেদনপত্র প্রিন্ট করে ফি সহ ইউনিয়ন পরিষদের জমা দিবেন।
জন্ম নিবন্ধন ডিজিটাল করতে কত টাকা লাগবে ২০২৪
জন্ম নিবন্ধন ডিজিটাল করতে নিয়ম অনুসারে শিশুর বয়স যদি ০-৪৫ দিন বয়স হয় তাহলে ১ টাকাও লাগবে না। আর শিশুর বয়স যদি ৪৬ দিন থেকে ৫ বছর পর্যন্ত বয়স হয় তাহলে ২৫ টাকা লাগবে। এছাড়া নিবন্ধনকারীর বয়স যদি ৫ বছরের বেশি হয় তাহলে ৫০ টাকা আবেদন ফি দিতে হবে।
জন্ম সনদ ডিজিটাল হতে কতদিন লাগে?
সাধারণত জন্ম সনদ ডিজিটাল হতে ৩ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগে। আবারো কারো কারো ক্ষেত্রে সর্বোচ্চ ২১ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
জন্ম নিবন্ধন অনলাইন না হলে করনীয়
আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইনে না থাকে তাহলে পুরাতন জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য আবেদন করতে হবে। এজন্য আপনার ইউনিয়ন পরিষদের উপরোক্ত প্রয়োজনীয় কাগজপত্র গুলো নিয়ে যোগাযোগ করতে পারেন।
এছাড়া আপনি ইচ্ছা করলে এখন ঘরে বসেই পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য আবেদন করতে পারবেন। এজন্য উপরোক্ত কয়েকটি ধাপ সম্পন্ন করে জন্ম সনদ ডিজিটাল করার আবেদন করুন।
এই ওয়েবসাইটে বাংলা ভাষায় বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করা হয়। বর্তমানে প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। যার কারণে সকলকেই অবশ্যই প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখা জরুরী। এ কারণেই আমি বাংলা ভাষায় এই ওয়েবসাইট তৈরি করেছি। আশা করি এই ওয়েবসাইটের লেখাগুলো আপনাদের উপকারে আসবে।