সাফারি পার্ক গাজীপুর টিকেট মূল্য ২০২৪

গাজীপুরে দেশের সবচেয়ে বড় সাফারি পার্ক অবস্থিত। প্রতিদিন প্রায় হাজার হাজার পর্যটক গাজীপুরের সাফারি পার্কে ভ্রমণ করে। বিশেষ করে শিশু বাচ্চাদের জন্য মনোরম পরিবেশ, বিভিন্ন খেলনা এবং অন্যান্য বনজ প্রাণী রয়েছে। যা দেখতে মানুষের উপচে পড়া ভিড় পড়ে।

সাফারি পার্ক ভ্রমণ করার আগে বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর টিকেট মূল্য সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এর পাশাপাশি গাজীপুর সাফারি পার্কের সময়সূচী ও সাপ্তাহিক বন্ধ সম্পর্কে জেনে নেই। 

সাফারি পার্ক গাজীপুর টিকেট মূল্য ২০২৪

বঙ্গবন্ধু সাফারি পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ২০১০ সালে। তিন বছরের মধ্যে এই পার্কের যাবতীয় কাজ শেষ করে ২০২৩ সালে এই পার্ক উদ্বোধন করা হয়। 

সাধারণত বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর টিকেট মূল্য ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত। কোন শিক্ষার্থী বা শিক্ষা সফরের শিক্ষার্থীদের থেকে ১০ টাকা টিকেট মূল্য নেওয়া হয়। 

আবার অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের টিকিটের মূল্য মাত্র ২০ টাকা। আর ১৮ বছর বয়সের বেশি অর্থ্যাৎ প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য ৫০ টাকা। এছাড়া ৩ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ মূল্য একদম ফ্রি। 

গাজীপুর সাফারি পার্কের সময়সূচী

সকলের জন্যই গাজীপুর সাফারি পার্কের যাবার আগে সময়সূচী সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। কারণ বঙ্গবন্ধু সাফারি পার্কে গিয়ে দেখলাম পার্ক বন্ধ তাহলে সমস্ত পরিশ্রম বৃথা যাবে। 

গাজীপুর সাফারি পার্কের সময়সীমা সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। তাই বঙ্গবন্ধুর সাফারি পার্ক দেখতে চাইলে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে যেতে হবে। 

সাফারি পার্ক গাজীপুর সাপ্তাহিক বন্ধ

গাজীপুর সাফারি পার্ক সাপ্তাহিক বন্ধ ১ দিন। প্রতি সপ্তাহে নিয়মমাফিক মঙ্গলবার বঙ্গবন্ধু সাফারি পার্ক সাপ্তাহিকভাবে বন্ধ থাকে। মঙ্গলবার বাদে সপ্তাহের ছয় দিন নির্দিষ্ট সময় অনুযায়ী সাফারি পার্ক খোলা থাকে। 

গাজীপুর সাফারি পার্ক কিভাবে যাব? 

বাংলাদেশ থেকে গাজীপুর সাফারি পার্কে যাওয়া অনেক সহজ। কারণ দেশের সব প্রান্ত থেকেই গাজীপুর রুটে বাস ও ট্রেন চলাচল করে। 

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে সাফারি পার্ক অবস্থিত। প্রথমে আপনি গাজীপুর বাসে বা ট্রেনে উঠবেন। তারপরে গাজীপুর নেমে শ্রীপুরের বাসে উঠলেই মাওনা নামিয়ে দিবে। 

বঙ্গবন্ধু সাফারি পার্ক ফোন নাম্বার

অনেক দূরে থেকে বঙ্গবন্ধু সাফারি পার্কে যাওয়া আগে ফোন করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বঙ্গবন্ধু সাফারি পার্ক ফোন নাম্বার 01674-370280। এছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম্বার ০১৭১৯২৯১০৭০ । 

সারকথা 

এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় সাফারি পার্ক আমাদের গাজীপুরে অবস্থিত। এখানে রয়েছে বিচিত্র প্রজাতির জীবজন্তু ও পশু পাখি। বর্তমানে প্রযুক্তির বেড়াচালে শিশুদের আটকে না রেখে পরিবার সহ সাফারি পার্কে ভ্রমণ করতে পারেন। 

FAQ’s 

গাজীপুর সাফারি পার্ক লোকেশন কোথায়? 

 শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে গাজীপুর সাফারি পার্কের অবস্থান। 

গাজীপুর সাফারি পার্কে কি কি আছে?

গাজীপুর সাফারি পার্কে বাঘ, সিংহ, হরিণ, চিত্রা হরিণ, ক্যাংগারু ,জেব্রা, বানর, হনুমান, ভাল্লুক, গয়াল, জলহস্তী, হাতি, হরিণ, কুমির বিচিত্র পাখি সহ অন্যান্য আরো জীবজন্তু আছে। 

বাংলাদেশের সবচেয়ে বড় সাফারি পার্কের নাম কি?

বাংলাদেশের সব থেকে বড় সাফারি পার্কের নাম বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর। 

এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক কোনটি?

এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক হচ্ছে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top