নতুন ভোটার হয়েছেন কিন্তু এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড হাতে পাননি। এক্ষেত্রে নিজের মোবাইলে স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই।
নতুন ভোটারের আবেদন করার পর ৬ থেকে ১২ মাস সময় লাগে ভোটার আইডি কার্ড হাতে পেতে। আবার কখনো কখনো এর থেকেও বেশি সময় লেগে যায়।
বর্তমান প্রযুক্তির যুগে, ভোটার নিবন্ধন করার ২/৩ মাসের মধ্যেই অনলাইনে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। সেই আইডি কার্ড দিয়ে যাবতীয় কাজ করতে পারবেন। তাই দেরি না করে, স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম জেনে নিন আজকের পোস্ট থেকে।
স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে কি কি লাগবে?
- মোবাইল নাম্বার
- বর্তমান ও স্থায়ী ঠিকানা
- ফেস ভেরিফিকেশন
- স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন।
স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম
স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/claim-account এই লিংকে ক্লিক করবেন। তারপর স্লিপ নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করে মোবাইল নাম্বার দিন দিয়ে কোড যাচাই করবেন। এরপরে NID Wallet App দিয়ে ফেস ভেরিফিকেশন করলে আপনার ভোটার আইডি কার্ড চলে আসবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
আরও দেখুনঃ ভোটার আইডি কার্ডের বয়স কমানো যায় কিভাবে
ধাপ ১ঃ NID ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন
ভোটার আইডি কার্ড থেকে করতে https://services.nidw.gov.bd/nid-pub/claim-account লিংকে ক্লিক করবেন। তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর এর ঘরে স্লিপ নাম্বার টাইপ করবেন। NIDFN দেওয়ার পর স্লিপ নাম্বার দিবেন।
এবার জন্ম তারিখ এর ঘরে সঠিক জন্ম তারিখ, মাস ও সাল দিয়ে উপরের ক্যাপচা পূরণ করুন। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করে দিন।
ধাপ ২ঃ বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান
এই পর্যায়ে আবেদনকারীর বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করবেন। বর্তমান ঠিকানা অপশন থেকে বিভাগ, জেলা এবং উপজেলা নির্বাচন করুন। একইভাবে স্থায়ী ঠিকানা থাকে বিভাগ, জেলা এবং উপজেলা নির্বাচন করে পরবর্তী বাটনে ক্লিক করুন।
ধাপ ৩ঃ মোবাইল নাম্বার যাচাই করুন
এবার সচল একটি মোবাইল নাম্বার প্রদান করে বার্তা পাঠান বাটনে ক্লিক করুন। অতঃপর কিছুক্ষণ পরে সেই নাম্বারে OTP কোড যাবে। সেই কোড দিয়ে বহাল বাটনে ক্লিক করবেন।
ধাপ ৪ঃ NID Wallet অ্যাপ ইনস্টল করুন
মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার পরে যে ব্যক্তির ভোটার আইডি কার্ড বের করতে চাচ্ছেন সেই ব্যক্তির ফেইস ভেরিফিকেশন করতে হবে। এজন্য প্লে-স্টোর থেকে NID Wallet অ্যাপ ইনস্টল করবেন।
NID Wallet অ্যাপ ওপেন করে Start Face Scan অপশনে ক্লিক করুন। তারপরে সোজাসুজি, চোখ ক্যামেরার দিকে রেখে মাথা একটু বামে ও ডানে এই ৩টি স্টেপ ফিলাপ করতে হবে।
ধাপ ৫ঃ পাসওয়ার্ড সেট করুন
এই ধাপে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করলে পরবর্তীতে আর রেজিস্ট্রেশন ও ফেস ভেরিফিকেশন করতে হয় না। সরাসরি লগইন করে ভোটার আইডি কার্ড চেক করবেন।
ধাপ ৬ঃ ভোটার আইডি কার্ড সংগ্রহ করুন
এখন NID সাইটে লগইন করবেন। লগইন সম্পূর্ণ হলেই আপনার ছবি, নাম এবং ভোটের আইডি কার্ডের নাম্বার দেখতে পারবেন। এবার ডাউন*লোড বাটনে ক্লিক করে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।
এসএমএসের মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করুন
মোবাইলে এসএমএসের মাধ্যমে স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। এজন্য ফোনের এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন NID স্পেস স্লিপ নাম্বার স্পেস DD-MM-YYYY এবার 105 এ পাঠিয়ে দিন। অতঃপর ফিরতি মেসেজের মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড হয়েছে কিনা তা জানিয়ে দেবে।
স্লিপ নাম্বার হারিয়ে গেলে করণীয় কি?
যদি কোন কারনে আপনার ভোটার স্লিপ নাম্বার হারিয়ে গিয়ে থাকে তাহলে নিকটস্থ থানায় জিডি করবেন। তারপর থানার জিডির কপি নিয়ে উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করলে স্লিপ নাম্বার জানতে পারবেন।
এই ওয়েবসাইটে বাংলা ভাষায় বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করা হয়। বর্তমানে প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। যার কারণে সকলকেই অবশ্যই প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখা জরুরী। এ কারণেই আমি বাংলা ভাষায় এই ওয়েবসাইট তৈরি করেছি। আশা করি এই ওয়েবসাইটের লেখাগুলো আপনাদের উপকারে আসবে।