বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসার জন্য আবেদন করেছেন কিন্তু ভিসা হয়েছে কিনা তা জানেন না। তাহলে আজকের পোস্ট থেকে ইন্ডিয়ান ভিসা চেক করার মাধ্যমে ভিসার সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
বেশিরভাগ বাঙালি চিকিৎসা করার জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায়। ইন্ডিয়া যাবার পূর্বশর্ত বৈধ ভিসা করা। বর্তমান কিছু এজেন্সি নকল ইন্ডিয়ান ভিসা মানুষকে ধরিয়ে দিচ্ছে।
এজন্য ভিসার আবেদন করার কিছুদিন পর বা ভিসা পাওয়ার পর ভিসা বৈধ না অবৈধ তা যাচাই করা দরকার। তাই চলুন পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম জেনে নেই।
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
ধাপ ১ঃ ইন্ডিয়ান ভিসা চেক করতে www.passtrack.net ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপরে Regular Visa Application Number অপশনে ক্লিক করবেন।
ধাপ ২ঃ এবার Web file number এই বক্সে ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশন ট্রাকিং নাম্বার লিখবেন।
ধাপ ৩ঃ এরপরে Please type below code এই বক্সে নিচে থাকা ক্যাপচা ফিলাপ করুন।
ধাপ ৪ঃ উক্ত ২টি তথ্য প্রদান করার পরে Submit বাটনে ক্লিক করে দিন।
এখন আপনার আবেদনের সর্বশেষ অবস্থা মোবাইল স্ক্রিনে আসবে। অর্থাৎ, আবেদনের স্ট্যাটাস দেখা যাবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করুন
- পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা যাচাই করতে https://indianvisaonline.gov.in/visa/ সাইটে প্রবেশ করবেন।
- এবার Visa Status অপশনে ক্লিক করবেন।
- এখন Application Id এবং Passport No টাইপ করবেন।
- সবশেষে Check status বাটনে ক্লিক করে দিন।
অতঃপর আপনার ভিসা কি অবস্থায় আছে অথবা ভিসা হয়েছে কিনা তার স্ট্যাটাস স্ক্রিনে দেখা যাবে।
ইন্ডিয়ান ভিসা চেক করার বিকল্প পদ্ধতি
অনলাইনে যদি ইন্ডিয়ান ভিসা যাচাই করতে না পারেন বা ভিসার কোন তথ্য না আসে। তাহলে যে ভিসা সেন্টার থেকে আবেদন করেছিলেন সেই সেন্টারে যোগাযোগ করলে ভিসার স্ট্যাটাস দেখা যাবে।
FAQ’s
ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার ভুলে গেলে করণীয় কি?
যদি কোন কারণে ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার ভুলে যান তাহলে সরকার ইন্ডিয়ান ভিসা সেন্টারে যোগাযোগ করবেন।
ইন্ডিয়ান ভিসা হয়েছে কিনা কিভাবে বুঝব?
অনলাইনে ভিসা চেক করার মাধ্যমে জানতে পারবেন ইন্ডিয়ান ভিসা হয়েছে কিনা। ইন্ডিয়ান ভিসা যাচাই করতে www.passtrack.net লিংকে ক্লিক করে এপ্লিকেশন আইডি এবং ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
এই ওয়েবসাইটে বাংলা ভাষায় বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করা হয়। বর্তমানে প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। যার কারণে সকলকেই অবশ্যই প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখা জরুরী। এ কারণেই আমি বাংলা ভাষায় এই ওয়েবসাইট তৈরি করেছি। আশা করি এই ওয়েবসাইটের লেখাগুলো আপনাদের উপকারে আসবে।