জন্ম নিবন্ধন সনদে কোন তথ্য কি ভুল আছে? তাহলে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করে ৩-৭ দিনের মধ্যেই ভুল সংশোধন করে ফেলুন।
বিভিন্ন কারণবশত জন্ম নিবন্ধন সনদে তথ্য ভুল হয়ে থাকে। আপনার সনদে যদি কোন ভুল ভ্রান্তি থাকে তাহলে সেটা অতি দ্রুত সংশোধন করতে হবে।
প্রযুক্তির সময়ে এখন আর জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য ইউনিয়ন পরিষদের দিনের পর দিন ঘুরতে হবে না। বর্তমানে ঘরে বসেই জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য কি কি লাগে?
- আবেদনকারীর ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের কপি
- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট
- ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা কর্তৃক প্রত্যয়ন পত্র
- হাল সনের কর পরিশোধের রশিদ
অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার নিয়ম ২০২৪
স্টেপ ১ঃ অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করতে প্রথমে https://bdris.gov.bd/br/correction ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপরে মেন্যু অপশন থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন বাটনে ক্লিক করুন।
স্টেপ ২ঃ এবার আপনার জন্ম নিবন্ধন সনদের ১৭ সংখ্যার নাম্বার এবং জন্ম তারিখ লিখুন। অতঃপর অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
স্টেপ ৩ঃ এই পর্যায়ে নিবন্ধন কার্যালয়ের ঠিকানা সিলেক্ট করবেন। অর্থ্যাৎ, আপনার বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ/পৌরসভা সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করবেন।
স্টেপ ৪ঃ এবার সংশোধনের তথ্য নির্বাচন করবেন । অর্থ্যাৎ, যে তথ্যগুলো সংশোধন করতে চাচ্ছেন সেই তথ্যগুলো দিতে হবে। সাথে সেই সাথে সংশোধন তথ্য সঠিক আছে কিনা তা দেখবেন। এরপরে পরবর্তী বাটনে ক্লিক করুন।
স্টেপ ৫ঃ এখন আবেদনকারীর যে তথ সংশোধন করবেন সেই তথ্যগুলো সঠিক দিবেন। তারপরে সংশোধনের কারণ নির্বাচন করতে হবে। এরপরে আবেদনকারীর ঠিকানা সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করুন।
স্টেপ ৬ঃ এই ধাপে সংশোধিত তথ্যের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সেই সাথে আবেদনকারীর সচল মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি দিবেন। তারপরে ফি আদায় বাটনে ক্লিক করে পরবর্তী অপশনে ক্লিক করুন।
স্টেপ ৭ঃ এরপরে আবেদনকারীর আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। তারপরে সংশোধন আবেদন পত্র প্রিন্ট করে আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় জমা দিবেন।
ব্যাস, এভাবেই মাত্র ৫ মিনিটে যেকোনো ব্যক্তির জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে ২০২৪
সরকারি নীতিমালা অনুযায়ী জন্ম নিবন্ধন সংশোধন করতে সাধারণত ১০০ টাকা ৩০০ টাকা পর্যন্ত লেগে যায়। এছাড়া আরো কিছু বাড়তি খরচ মিলিয়ে ২০০-৪০০ টাকা পর্যন্ত লাগে।
কিন্তু বর্তমান সময়ে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার সহকারী সচিব জন্ম নিবন্ধন সংশোধন করার নামে ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। আমরা অতিরিক্ত টাকা দিয়ে কখনো অন্যায়ের সঙ্গ দেবো না।
জন্ম নিবন্ধন সংশোধন করতে কত দিন লাগে?
সাধারণত জন্ম নিবন্ধন সংশোধন করতে ৩-৭ দিন পর্যন্ত সময় লাগে। তবে কখনো কখনো জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন হতে ৭-১৫ দিন সময় লেগে যায়।
জন্ম নিবন্ধন সংশোধন ফরম কোথায় জমা দিতে হবে?
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার পর আবেদন কপি সরাসরি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় জমা দিবেন।
এই ওয়েবসাইটে বাংলা ভাষায় বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করা হয়। বর্তমানে প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। যার কারণে সকলকেই অবশ্যই প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখা জরুরী। এ কারণেই আমি বাংলা ভাষায় এই ওয়েবসাইট তৈরি করেছি। আশা করি এই ওয়েবসাইটের লেখাগুলো আপনাদের উপকারে আসবে।