বর্তমান রান্নার কাজে গ্যাস খুবই অপরিহার্য। শহর থেকে গ্রাম প্রায় সব এলাকাতেই গ্যাস সিলিন্ডারের ব্যাপক চাহিদা রয়েছে। আপনিও যদি গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে চান তাহলে গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪ সম্পর্কে জানতে হবে।
তাই চলুন ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কত ও বসুন্ধরা গ্যাসের দাম কত 2024 সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই।
১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪
সাধারণত বাসা বাড়িতে রান্নার কাজে ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। কারণ প্রয়োজনের মধ্যে এবং নির্দিষ্ট থাকার মধ্যেই এই 12 কেজি গ্যাস সিলিন্ডার কিনতে পাওয়া যায়।
বর্তমানে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১,৪০০ টাকা। আর ১২.৫ কেজি গ্যাস সিলিন্ডার ১৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মূলত সরকার নির্ধারিত মূল্য। প্রত্যেক মাসে বা কিছু মাস পর পর গ্যাস সিলিন্ডারের দাম আপডেট হয়ে থাকে।
দেখা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হয়। এছাড়া ১২ কেজি গ্যাসের দাম স্থানভেদে কম-বেশি হয়।
১২ কেজি এলপিজি গ্যাসের দাম কত
সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১৪০০ টাকা। এই মূল্য জুলাই মাসে নির্ধারণ করা হয়েছে।
কিন্তু বর্তমানে অনেক অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি সিলিন্ডারে ৫০ থেকে ১০০ টাকা বেশি নিচ্ছে।
তাই গ্যাস সিলিন্ডার কেনার আগে বেশ কয়েকটি দোকানে খোঁজখবর নিলে ভালো হয়।
আজকের গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪
আজকের ১২ কেজি গ্যাস সিলিন্ডার এর দাম ১,৪০০ টাকা। এটি জুলাই মাসের নির্ধারিত মূল্য।
তবে বিভিন্ন এলাকায় ১২ কেজি গ্যাস সিলিন্ডার ১৪৫০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। যার সম্পূর্ণ অনৈতিক।
এজন্য গ্যাস সিলিন্ডার ক্রয় করার আগে বাজার দর ভালোভাবে যাচাই করা উচিত। এছাড়া সরকারি নির্ধারিত মূল্য ব্যতীত গ্যাস সিলিন্ডার ক্রয় করবেন না।
বসুন্ধরা গ্যাসের দাম কত 2024
বর্তমানে বসুন্ধরা ১২ কেজি গ্যাসের দাম ১ হাজার চারশত টাকা। অর্থাৎ, ১২ কেজি গ্যাস সিলিন্ডার ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
গত এপ্রিল মাসেও ১২ কেজি বসুন্ধরা গ্যাসের দাম ছিল ১৪৪২ টাকা। এই কয়েক মাসের ব্যবধানে প্রতি ১২ কেজি গ্যাসের দাম কমেছে ৪২ টাকা।
তবে বর্তমানেও বিভিন্ন অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতে নেওয়ার চেষ্টা করছে। তাই বসুন্ধরা গ্যাস সিলিন্ডার সরকারি নির্ধারিত মূল্যে ক্রয় করবেন।
বেক্সিমকো গ্যাস সিলিন্ডার দাম ২০২৪
১২ কেজি বেক্সিমকো গ্যাস সিলিন্ডার দাম ১৪০০ থেকে ১৪৫০ টাকা। এছাড়া অনেক দোকানে বেক্সিমকো ১২ কেজি গ্যাস সিলিন্ডার ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
দেশের অন্যান্য গ্যাসের চেয়ে বেক্সিমকো গ্যাসের দাম একটু বেশি। কারণ বেক্সিমকো গ্যাস সিলিন্ডার অনেক বেশি নিরাপদ।
বসুন্ধরা গ্যাস সিলিন্ডার দাম ২০২৪
১২ কেজি বসুন্ধরা গ্যাস সিলিন্ডার ১৪০০ থেকে ১৪৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া অনেক এলাকায় ১২ কেজি বসুন্ধরা গ্যাসের মূল্য ১৫০০ টাকা।
এছাড়া ১৫ কেজি বসুন্ধরা গ্যাস সিলিন্ডার ১৮৫০-১৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বসুন্ধরা গ্যাস সিলিন্ডারের সর্বশেষ দাম জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
ওমেরা গ্যাস সিলিন্ডার দাম ২০২৪
ওমেরা গ্যাস সিলিন্ডার দাম ১৪০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত। ১২ কেজি ওমেরা গ্যাস সিলিন্ডার ১৪০০-১৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আবার ১৫ কেজি ওমেরা গ্যাস সিলিন্ডারের দাম ১৮০০ থেকে ১৮৫০ টাকা। এছাড়া এলাকাভেদে ওমেরা গ্যাসের দাম কমবেশি হয়।
সারকথা
এই ছিল আজকে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি, আজকের আলোচনা থেকে গ্যাসের সর্বশেষ দাম সম্পর্কে জানতে পেরেছেন।
তবে বাংলাদেশে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের বাজারদর কখনোই স্থির থাকে না। তাই গ্যাস সিলিন্ডার কেনার আগে কয়েকটি দোকান যাচাই বাছাই করবেন।
এই ওয়েবসাইটে বাংলা ভাষায় বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করা হয়। বর্তমানে প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। যার কারণে সকলকেই অবশ্যই প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখা জরুরী। এ কারণেই আমি বাংলা ভাষায় এই ওয়েবসাইট তৈরি করেছি। আশা করি এই ওয়েবসাইটের লেখাগুলো আপনাদের উপকারে আসবে।