মিলিটারি মিউজিয়াম টিকিট মূল্য ২০২৪ 

আপনি কি মিলিটারি মিউজিয়ামে যেতে চাচ্ছেন কিন্তু মিলিটারি মিউজিয়াম টিকিট মূল্য কত জানেন না। তাহলে আজকের পোস্ট থেকে বিস্তারিত তথ্য জানুন। 

মিলিটারি মিউজিয়াম রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। এই মিউজিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক জীবনী ও ঐতিহাসিক ঘটনাবলী বিশেষভাবে উল্লেখ রয়েছে। 

প্রতিদিন প্রায় অসংখ্য শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী সবাই মিলিটারি মিউজিয়ামের ইতিহাস ও ঐতিহ্য দেখার জন্য ভিড় করে। আপনিও যদি মিলিটারি মিউজিয়াম ভ্রমণ করতে চান তাহলে টিকিটের মূল্য এবং সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন আজকের আর্টিকেল থেকে।  

মিলিটারি মিউজিয়াম টিকিট মূল্য ২০২৪ 

মিলিটারি মিউজিয়াম টিকিট মূল্য ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত। বাংলাদেশের যেকোনো নাগরিকের মিলিটারি মিউজিয়ামে প্রবেশ মূল্য ১০০ টাকা। সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য প্রবেশ মূল্য ৩০০ টাকা। 

আর অন্যান্য দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা প্রবেশ মূল্য নেওয়া হয়। এছাড়া ৫ বছর বয়স পর্যন্ত কোন শিশুর জন্য কোন টিকেট মূল্য নেওয়া হয় না। 

মিলিটারি মিউজিয়াম সময়সূচী

মিলিটারি মিউজিয়াম সময়সূচী সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। তবে বুধবার ও শুক্রবারে সকালের শিফটে মিলিটারি মিউজিয়াম বন্ধ থাকে। আবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। 

মিলিটারি মিউজিয়াম বন্ধের দিন

মিলিটারি মিউজিয়াম সাপ্তাহিক বুধবারে বন্ধ থাকে। এছাড়া সরকারি ছুটির দিনেও মিলিটারি মিউজিয়াম বন্ধ রাখা হয়। তাই আপনি যদি মিলিটারি মিউজিয়ামে যেতে চান তাহলে বুধবার ও সরকারি ছুটি বাদ দিয়ে যেকোনো দিনে যেতে পারেন। 

মিলিটারি মিউজিয়াম কোথায় অবস্থিত? 

মিলিটারি মিউজিয়াম দেশের প্রাণকেন্দ্র ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত। ঢাকা জিয়া উদ্যান মোড় থেকে ১০০ মিটার পূর্বদিকেই মিলিটারি মিউজিয়াম  অবস্থিত। 

মিলিটারি মিউজিয়ামে কিভাবে যাবো? 

দেশের যেকোন প্রান্ত থেকে মিলিটারি মিউজিয়ামে যেতে পারবেন। কারণ মিলিটারি মিউজিয়াম ঢাকা শহরে খুব জনপ্রিয় ও পরিচিত একটি জাদুঘর। আপনি সরাসরি ঢাকা শহরে অবস্থিত জিয়া উদ্যানে যাবেন। তারপর ১০০ মিটার পূর্বেই মিলিটারি জাদুঘর অবস্থিত। 

অনলাইনে মিলিটারি মিউজিয়াম টিকেট কাটার নিয়ম 

তথ্য ও প্রযুক্তির এই যুগে এখন ঘরে বসেই মিলিটারি মিউজিয়ামের টিকেট কিনতে পারবেন। এজন্য https://bangabandhumilitarymuseum.com এই ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপরে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। 

এবার Buy Tickets অপশনে ক্লিক করে আপনার চাহিদা অনুযায়ী টিকেট ক্রয় করুন। সবশেষে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ/নগদ/রকেট এর মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করে টিকেট সংগ্রহ করুন। 

মিলিটারি মিউজিয়াম এ কি কি রয়েছে?

  • মুক্তিযুদ্ধে ব্যবহৃত সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর অস্ত্র গ্যালারী
  • মুক্তিযুদ্ধের স্মৃতিময় বিভিন্ন ভাস্কর্য
  • স্মৃতি বিজড়িত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন
  • বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। 

FAQ’s 

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর টিকেট মূল্য কত?

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর টিকেট মূল্য ১০০ টাকা থেকে ৫০০ টাকা। ৫ বছরের নিচে বাচ্চাদের প্রবেশ মূল্য নেওয়া হয় না। বাংলাদেশী নাগরিকদের টিকেট মূল্য ১০০ টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৩০০ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের ৫০০ টাকা লাগে। 

সামরিক জাদুঘর সাপ্তাহিক বন্ধ কবে?

সামরিক জাদুঘর সাপ্তাহিক প্রতি বুধবারে  বন্ধ থাকে। এছাড়া সরকারি ছুটির দিনেও সামরিক জাদুঘর বন্ধ থাকে।  

জাতীয় জাদুঘর কবে বন্ধ থাকে?

জাতীয় জাদুঘর প্রতি সপ্তাহের বুধবার এবং সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। 

আরও দেখুনঃ সোনারগাঁও জাদুঘর টিকেট মূল্য ২০২৪ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top